1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

গোপালপুরে চুন্নু গ্রুপ ও আব্দুল গফুর গ্রুপের সংঘর্ষে নিহত ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৮ ০৫ বার পঠিত

এম ডি আসিকুজ্জামান, সিরাজগঞ্জের (শাহজাদপুর) -ঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের চুন্নু মেম্বার গ্রুপ ও আব্দুল গফুর মেম্বার গ্রুপ সংঘর্ষে মনজেল খান নামের একজন মধ্য বয়স্ক লোক নিহত হয়েছেন।আরো ২০-২৫ জন আহত হয়েছেন।সরেজমিনে গিয়ে জানা যায় চুন্নু মেম্বার গ্রুপ ও আব্দুল গফুর মেম্বার গ্রুপের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।গফুর মেম্বরের বক্তব্য তার গ্রুপের একজন লোক হাসপাতাল থেকে আসতে ছিলো পথে চুন্নু গ্রুপের লোক তাদের আঘাত করলে এই সংঘর্ষ হয়।
এতে দুই গ্রুপেরই আহত হয়েছেন।
পরে শাহজাদপুর থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ঘটনা শোনার পর পর আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি এখন পরিস্থিতি সাবা বিক।
শাহজাদপুর থানায় মামলার প্রস্তুুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ