মাহাবুব হোসেন জীবন, বিশেষ প্রতিনিধি -ঃ সুনামগঞ্জ জেলার সু-যোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল জনাব শুভাশিষ ধর এবং ছাতক থানার অফিসার ইনচার্জ জনাব নাজিম উদ্দিন সাহেবের নেতৃত্তে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম , এসআই মুহিন উদ্দিন, এসআই আনোয়ার হোসেন এবং ফোর্সসহ চাঞ্চল্যকর ক্লু-লেছ গোবিন্দগঞ্জ মোল্লা আতা গ্রামের আখলাদ মিয়া হত্যার মূল রহস্য উদঘাটন সহ মূল হোতা গোবিন্দনগর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে আবু সুফিয়ান সোহাগকে (২৬) সিলেট বন্দরবাজার এলাকার লাল বাজারস্থ্য দিরাই রেস্ট হাউজ হইতে ২৩/০৯/২০২১ ইং তারিখ ভোর রাত্রে গ্রেফতার করিতে সক্ষম হন।
উক্ত আসামীকে গ্রেফতারের পর তাহার তথ্য মতে হত্যার ঘটনায় জড়িত অপর আসামী দিঘলী গ্রামের আশরাফুল হকের ছেলে আলিম উদ্দিন(২৮)কে পরবর্তীতে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়।