আনহার বিন সাইদ, সিলেট (বিশ্বনাথ) -ঃ সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘোষিত দশঘর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি প্রত্যাখান করে প্রতিবাদ মিছিল করেছেন স্থাণীয় ছাত্রলীগ নেতা কর্মীরা।
বুধবার সন্ধ্যায় পীরের বাজারে এই মিছিল অনুষ্টিত হয়। ঘোষিত ওই কমিটি থেকে পদত্যাগও করেছেন ৩ জন এবং অবহতি নিয়েছেন উক্ত কমিটির ১১ নাম্বার সহ-সভাপতি যিনি সবার সিনিয়র এবং ইউনিয়ন ছাত্রলীগের ত্যাগী ও পরিচিত মুখ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এম ঝুমন ।
নবঘোষীত কমিটির সহ সভাপতি শেখ শাহান শাহ আহমেদ, মাছুম আহমেদ,ও শেখ সেবুলের নেতৃত্বে অনুষ্টিত মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন,ছাত্রলীগের গঠনতন্ত্র উপেক্ষা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে,কোন প্রকার কাউন্সিল না করে,উপজেলা ছাত্রলীগের কমিটিকে না জনিয়ে একান্ত গোপনে উপজেলা ছাত্রলীগের সভাপতি,ও সাধারণ সম্পাদক এর একক সিদ্ধান্তে দশঘর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করাহয়।এমনকি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহের কমিটির সাথে কোন যোগাযোগ না করে এই কমিটি গঠন করা হয়েছে।সাবেক ছাত্রদল কর্মীকে সভাপতি করে যাদেরকে কমিটিতে তারা আদৌও প্রকৃত অর্থে ছাত্রলীগের কোন সক্রিয় ও সচেতন কর্মী নয়।অধিকাংশ সদস্যদের পরিবারবর্গ বিএনপি জামায়াতের রাজনীতির সাথে জরিত ও সক্রিয়। কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে মাদকাসক্ত একজনকে।বক্তারা বলেন,বিগত দিনে ছাত্রলীগের কোন কার্যক্রমে ও আন্দোলন সংগ্রামে তারা অংশ গ্রহণ করে নাই,এবং ইউনিয়ন ছাত্রলীগের কোন কর্মীর সাথে তাদের পরিচিতিবা যোগাযোগ নেই,তাই এই কমিটিদিয়ে ইউনিয়ন ছাত্রলীগকে সু-সংগটিত করা যাবেনা।এমনকি ভবিষ্যতে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম ও তাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবেনা। এতে ছাত্রলীগের প্রকৃত কর্মী কর্মীরা নিস্ক্রিয় হয়ে যাবে।
তাই অতিলম্ভে ঘোষিত ওই কমিটি বাতিল করে দলের প্রকৃত কর্মীদের দিয়ে দশঘর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের দাবি জানানো হয় সভায়।