ইউসুফ আলী প্রধান (স্টাফ রিপোর্টার) -ঃ নির্বাচন কমিশনের ঘোষণা মতে নারায়ণগঞ্জ জেলার ৭টি উপজেলার ৩৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত এমনকি আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের কথা আছে। তাই ইউনিয়ন পরিষদের নির্বাচন খুব সন্নিকট।
আর তাই সম্ভ্যব চেয়ারম্যান ও মেম্বার এবং মহিলা মেম্বার পদ প্রাথীরা মাঠ সরগরম করছেন।
আর তাই প্রতিটি ইউনিয়ন, ওয়াড,পাড়া-মহল্লায় নিবাচনী আমেজ বিরাজ করছে।চলছে সর্বত্র নির্বাচনী গুঞ্জন।
কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গিয়ে শোনা যায়,
সমস্ত আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন দুইবার নির্বাচিত সফল মেম্বার মোঃ জাকির হোসেন। যিনি ডালিম শিকদার নামে অধিক পরিচিত। এবং
তিনি এই ওয়াডে এমন উন্নয়ন করেছেন যার কারণে ১ নং ওয়ার্ডবাসী অন্য কোন প্রাথীকে চাইচ্ছেননা।
এলাকা ঘুরে জানা যায়, তিনি উন্নয়ন পাগল মানুষ। তার হাত ধরে ১নং ওয়াডে ব্যাপক উন্নয়ন হয়েছে।পুনরায় জাকির হোসেন ডালিম শিকদারকে মেম্বার হিসেবে দেখতে চায় এক নং ওয়ার্ডবাসী।