রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ আজ ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুরে পিটিআই সম্মেলন কক্ষে রংপুর জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন- এমপি’র সাথে এক মত বিনময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট খন্দকার মোঃ ইকবাল হোসেন, বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) রংপুর বিভাগ মোঃ মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলার সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ।
সভায় উত্তরাঞ্চলের প্রাথমিক শিক্ষার কার্যক্রমকে আরোও গতিশীল করতে প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন, এ সময় প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দুঃখ, দুর্দাশা ও সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান করেনাকালিন লকডাউনের কারনে প্রাথমিক শিক্ষক সহ কর্মকর্তা গণের কর্মস্থল বদলি স্থগিত ছিলো, বর্তমানে অনলাইনে এর প্রস্তুতি নেওয়াবহচ্ছে। ২০২১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষারও প্রস্তুতি নেওয়া হচ্ছে।