তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ দায়িত্ব গ্রহনের মাত্র ছয় মাসের মাথায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ফৌজদারি মামলার আসামী হলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান (বেবী)। আর এই মামলাটি দায়ের করেছেন সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার বাসিন্দা গাউসুল আযম ফারুকী।
গতকাল সোমবার বিকালে বিজ্ঞ আমলী আদালত সৈয়দপুর,নীলফামারীতে মামলাটি দায়ের করা হয়।যার মামলা নং পি-১০৬/২১।
মামলায় মেয়র ছাড়াও ২নং আসামী করা হয়েছে মেয়রের ব্যক্তিগত ম্যানেজার হাসানুজ্জামান আযমকে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন ।
মামলার বর্ণনায় জানা যায়, গাউসুল আযম ফারুকীর পিতা জীবিত থাকাকালীন সৈয়দপুর পৌরসভা থেকে একটি ৬ষ্ঠ তলা বিল্ডিং নির্মানের নকশা অনুমোদন নিয়ে নির্মান কাজ শুরু করেন। বিল্ডিং নির্মানকালীন পিতার ইন্তেকাল হলে গাউসুল আযম ফারুকী অবশিষ্ট নির্মান কাজ শুরু করেন। ওই সময় কতগুলো বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলরদের সাথে বিরোধ সৃষ্টি হলে তিনি আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনি তার নির্মানাধীন বিল্ডিংয়ে লিফট স্থাপনের জন্য নতুনভাবে একটি নকশা নিয়ে সৈয়দপুর পৌরসভায় গেলে পৌরসভার তৎকালীন মেয়র আমজাদ হোসেন সরকার কাউন্সিলরদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার জের ধরে নকশাটি অনুমোদন দেননি। এই বিষয়ে গাউসুল আযম মহামান্য হাইকোর্টে রীট পিটিশন মামলা দায়ের করলে মহামান্য হাইকোর্ট ৩০ দিনের মধ্যে নকশা অনুমোদনের জন্য আদেশ প্রদান করেন। মহামান্য হাইকোর্টের আদেশ পাওয়ার পরেও পৌরসভার তৎকালীন মেয়র আদেশ পালন করেননি। ইতিমধ্যে ২০২০ সালের ডিসেম্বরে সৈয়দপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা হলে মেয়র পদে রাফিকা আকতার জাহান (বেবী) মনোনয়ন প্রাপ্ত হন। মেয়র পদে মনোনয়ন প্রাপ্ত হওয়ায় গাউসুল আযম ফারুকী ধন্যবাদ জ্ঞাপনের জন্য রাফিকা আকতার জাহানের বাসায় গেলে তিনি জানান ‘‘ আমি নির্বাচনে জয়লাভ করলে আপনাকে লিফটের নকশা অনুমোদন করে দেবো, আপনাকে হাইকোর্টে যাওয়া লাগবে না।” এভাবে তিনি গাউসুল আযমকে আশ্বস্থ করে ১,০০,০০০/ (এক লক্ষ) টাকার চেক গ্রহন করেন এবং তাঁর ম্যানেজারকে দিয়ে ব্যাংক থেকে চেকের টাকা উত্তোলন করেন। এরপর নির্বাচনে রাফিকা আকতার জাহান জয়লাভ করেন। নির্বাচনে জয়লাভের পর গাউসুল আযম তাঁর কাছে গিয়ে লিফটের নকশা অনুমোদন করে দেয়ার কথা বললে তিনি বিভিন্ন রকম টালবাহানা শুরু করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি গাউসুল আযমের লিফটের নকশা অনুমোদন না দিয়ে দিনের পর দিন বিভিন্ন রকম টালবাহানা ও হয়রানি করেন এবং আরো ১,০০,০০০/ (এক লক্ষ) টাকা দিতে বলেন। আরো টাকা দিতে গাউসুল আযম রাজী না হলে তিনি আবারও নকশা অনুমোদন না দিয়ে টালবাহানা ও হয়রানী করতে থাকেন। এভাবে দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও লিফটের নকশা না পাওয়ায় কিংবা টাকা ফেরত না পাওয়ায় গাউসুল আযম ফারুকী মেয়র রাফিকা আকতার জাহানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমলী আদালত,সৈয়দপুর,নীলফামারীতে মামলা দায়ের করেন। জানা যায় মেয়র রাফিকা আকতার জাহানের প্রয়াত স্বামী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা আকতার হোসেন বাদলের মাধ্যমে গাউসুল আযম ফারুকী বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন।
এদিকে মামলার বিষয়টি সৈয়দপুর শহরে জানাজানি হলে শহরে জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এ ব্যাপারে পৌর মেয়র রাফিকা আকতার বেবীর মুঠো ফোনে কল দিলে তিনি কথা না বলে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুন্না সরকার জানান,যে তারিখে টাকা নেওয়ার কথা বলা হয়েছে সেসময় তিনি মেয়র ছিলেন না। বিষয়টি পৌর পরিষদে সিদ্ধান্ত নিয়ে আইনী লড়াই করা হবে