ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌরসভার আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
এতে শহর কমিটির শতাধিক (টিএলসিসি) সদস্য উপস্থিত ছিলেন। কর্মশালায় আলোচনা করেন, পানি ও স্যানিটেশন প্রকল্পের সোশাল স্পেশালিষ্ট আমীর হোসেন, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মাসুদ রানা, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ.ফারহানা নূর স্বর্ণা, পৌর সচিব মোহাম্মদ ফারুক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, পৌরসভার সহকারি প্রকৌশলী তানভীর আহমেদ, উপ-সহকারি প্রকৌশলী মোঃ ফয়ছাল আহাম্মদ খান, প্রমূখ।
কর্মশালায় বক্তারা প্রকল্পের পরিচিতি লক্ষ্য, উদ্দেশ্য, নিরাপদ পানির গুণাবলী, নিরাপদ পানির উপকারিতা, স্যানিটেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।