1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আবুল কালাম আজাদ মাগুরার শিশুর শোক না কাটতেই সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীর ঘর থেকে গভীর রাতে শিবির নেতা আটক মৌলভীবাজারের বড়লেখায় তরুণীকে ধর্ষণ, ইউপি সদস্যের ধামাচাপার চেষ্টা বাংলাদেশ নৌযান ও জাহাজী শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীবরদীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার সত্য সংবাদ প্রকাশের খেসারত বগুড়ায় ইউপি চেয়ারম্যানের হত্যার হুমকিতে সাংবাদিকের মামলা আটপাড়ায় নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সিলেট-৪ এ খেলাফত মজলিস প্রার্থীদের বিচরণ

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ, অপরাধীদের শাস্তির দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫৪ ০৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতাঃ দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামালকে লাঞ্ছিতের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকেলে এই সমাবেশে সাংবাদিকরা চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে আবু হেনা মোস্তফা কামাল জানান, ২ মার্চ ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের লটারি চলাকালে তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধা এবং লাঞ্ছনার শিকার হন। চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য আশিকুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে তাকে মারধর এবং হুমকি দেওয়া হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. খালেক পাটওয়ারী এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন উসকানি দেন।

তিনি আরও জানান, ঘটনাটি ঘটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারি চলাকালে, যেখানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিছু আবেদনকারী আওয়ামী লীগের লোক হিসেবে চিহ্নিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল যখন ঘটনাটি অনুসন্ধান করতে উপজেলা পরিষদ চত্বরে যান, তখন তাকে চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য আশিক পাটওয়ারীসহ ৮/১০ জন হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় স্থানীয়রা জানান, আশিক পাটওয়ারী ও তার সহযোগীরা ফরিদগঞ্জে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি তারা পৌরসভার উন্নয়নকাজেও বাধা প্রদান করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও থানার দালালি করার অভিযোগ রয়েছে।

এদিকে, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, ‘অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া না হলে আগামীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ