আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়া উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা নেত্রকোনা জেলার মধ্যে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া আটপাড়ার শিক্ষার মান উন্নয়নে আমূল পরিবর্তের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে,বিভিন্ন অনিয়ম, রোধ করতে ও শিক্ষার মান উন্নয়নে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে যাচ্ছেন, বিদ্যালয় পরিদর্শনে তিনি নিয়মিত পাঠদান কার্যক্রম , শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করণ, ঝড়ে পড়া শিক্ষার্থীদের হার কমানো, তথা শিক্ষার সার্বিক মান উন্নয়নে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছেন, সম্প্রতি উনার একান্ত প্রচেষ্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন বিদ্যা নিকেতন বিদ্যালয়টি যাত্রা শুরু করেছে।
এ অঞ্চলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করবে বলে
আশা করা যাচ্ছে৷
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন, আমি আটপাড়ায় যোগদানের পর বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও অংশীজনের সাথে
কথা বলে জানতে পারি যে, এ উপজেলায় শিক্ষার হার
খুবই কম, এখানকার শিক্ষার্থীদের অনেকেই নেত্রকোনা জেলা শহরে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করে৷ আমার বিশ্বাস উপজেলা প্রশাসন বিদ্যালয়টি অত্র অঞ্চলে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।