1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন তারুণ্য উৎসবে পঞ্চগড়ে গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ  দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন রংপুর রেঞ্জের ও পুলিশ সুপার সহ ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ পঞ্চগড়ে জুলাই-আগস্টে বিপ্লবের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও ম্মারকলিপি প্রদান পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ২০২৫ পঞ্চগড়ে চিকিৎসক পদায়ন সহ ৯ দফা দাবিতে অনশনে. ডিসির আশ্বাসে অনশন প্রত্যাহার।

ভোটের অধিকার আদায়ে বিএনপি আন্দোলন করেছে, ক্ষমতার জন্য নয়- জাকির হোসেন বাবলু

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ ০৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতাঃ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু বলেছেন, ভোটের অধিকার আদায়ে বিএনপি আন্দোলন করেছে, ক্ষমতার জন্য নয়। আপনারা সকলেই ভোট দেবার অধিকার পাবেন। স্বাধীনভাবে যার যার ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান আন্দোলন করেছেন শুধুমাত্র ভোটের অধিকার আদায়ের জন্য, ক্ষমতায় আসার জন্য কখনোই বিএনপি আন্দোলন করেনি।

রবিবার মুক্তাগাছার পৌর এলাকা ও কুমারগাতা, বাঁশাটি ও ঘোগা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ও সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।

বরিবার সকালে উপজেলার ৪নং কুমারগাতা ইউনিয়ন, দুপুরে পৌরসভা, বিকালে ৫নং বাঁশাটি ও ৭নং ঘোগা ইউনিয়নে যথাক্রমে পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ও সহযোগী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, এটিএম ইলিয়াস, মুখলেছুর রহমান, যুব নেতা মহসিন আহমেদ সুমন, ঘোগা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ।

পৌরসভা ও তিন ইউনিয়নে এক হাজার করে মোট চার হাজার কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ