1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন তারুণ্য উৎসবে পঞ্চগড়ে গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ  দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন রংপুর রেঞ্জের ও পুলিশ সুপার সহ ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ পঞ্চগড়ে জুলাই-আগস্টে বিপ্লবের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও ম্মারকলিপি প্রদান পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ২০২৫ পঞ্চগড়ে চিকিৎসক পদায়ন সহ ৯ দফা দাবিতে অনশনে. ডিসির আশ্বাসে অনশন প্রত্যাহার।

বগুড়ায় গৃহকর্তাকে বেঁধে অস্ত্রের মুখে টাকা ও মালামাল লুট

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ ০৫ বার পঠিত

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামে নাসিম মিয়া নামে এক অটোরিকশা চালকের বাড়িতে রাতের বেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা ঘরের খুটির সাথে গৃহকর্তার হাত-পা ও মুখ বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও অটোরিকশার ব্যাটারী লুট করে নিয়ে যায়। নাসিম মিয়া ওই গ্রামের শামছুল হক তরফদারের ছেলে।
এ ঘটনার সংবাদ পেয়ে রোববার (১৯ জানুয়ারী) সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরআগে শনিবার (১৮ জানুয়ারী) দিবাগত রাত ৩টায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, রাতের খাবার খেয়ে নিজ নিজ ঘরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এ অবস্থায় রাত ৩টায় সিঁধ কেটে ৪ জনের ডাকাত দল ঘরের ভেতর প্রবেশ করে। পরে ডাকাত দলের সদস্যরা গৃহকর্তা নাসিম মিয়ার মুখ বেঁধে বুকে চাকু ধরে বাক্সের চাবি কেড়ে নেয়। এরপর তারা নাসিম মিয়ার হাত-পা বাঁধে এবং ঘরের খুটির সাথে রশি দিয়ে বেঁধে রাখে। এ সময় ডাকাত দলের সদস্যরা ঘরে রক্ষিত বাক্সের তালা খুলে নগদ প্রায় ৩ লাখ টাকা এবং অটোরিকশার ৫টি ব্যাটারী নিয়ে যায়। ডাকাতি শেষে দূর্বৃত্তরা ওই বাড়ি ত্যাগ করার সময় এবং নাসিম মিয়ার গোঙ্গানির শব্দে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার করতে থাকে। তখন স্থানীয়রা ঘরে ঢুকে নাসিম মিয়ার হাত-পা ও মুখের বাঁধন খুলে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ