1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন তারুণ্য উৎসবে পঞ্চগড়ে গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ  দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন রংপুর রেঞ্জের ও পুলিশ সুপার সহ ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ পঞ্চগড়ে জুলাই-আগস্টে বিপ্লবের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও ম্মারকলিপি প্রদান পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ২০২৫ পঞ্চগড়ে চিকিৎসক পদায়ন সহ ৯ দফা দাবিতে অনশনে. ডিসির আশ্বাসে অনশন প্রত্যাহার।

পঞ্চগড়ে তারুণ্য উৎসবে প্রাণবন্ত তরুণ সমাজ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মেতেছে পঞ্চগড়ের তরুণ সমাজ। জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী এই তারুণ্যের উৎসব নিয়ে সৃষ্টি হয়েছে ভিন্নধর্মী আমেজ। উৎসবের বিভিন্ন ইভেন্টে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনা প্রশংসিত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসবে ২৫টি ইভেন্ট আয়োজন করা হয়েছে। প্রতিটি উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা আয়োজিত হয়েছে, যা হাজারো দর্শক উপভোগ করেছেন। তরুণদের অংশগ্রহণে কেমন চাই আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালাগুলো হয়েছে প্রত্যেক ইউনিয়ন ও উপজেলায়।

উৎসবের অংশ হিসেবে শহরের সৌন্দর্য্যবর্ধন কার্যক্রম, পাখির অভয়ারণ্য স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এছাড়াও ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যা উপভোগ করছেন হাজারো দর্শক। কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৩০০ শিশু-কিশোর। দিনব্যাপী সাইকেল রেস, অবস্ট্যাকল রেস ও স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে সহস্রাধিক শিশু-কিশোর ও তরুণ। শনিবার এই আয়োজনের আনুষ্ঠানিক বেলুন উড়িয়ে উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। উপস্থিত ছিলেন যুগ্ম সচিব খোরশেদ আলম খান, পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টনমেন্টের মেজর মেহেদী হাসান।

আগামী ২১ জানুয়ারি বিতর্ক উৎসব, ২২ জানুয়ারি উপস্থিত বক্তৃতা এবং ২৩ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী পিঠা উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা এবং গণমাধ্যমকর্মীদের জন্য বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন রয়েছে। তরুণদের দক্ষতা উন্নয়নে স্কিল ডেভেলপমেন্ট সামিট, ইংলিশ স্পিকিং, ফ্রিল্যান্সিং এবং কমিউনিকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া, নতুন বাংলাদেশের ধারণা প্রচারের লক্ষ্যে পেশাজীবীদের (রিকশাচালক, শ্রমিক, ড্রাইভার) জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান জানান, উৎসবটি তরুণদের মধ্যে মাদক ও দুর্নীতি বিরোধী মনোভাব জাগিয়ে তুলতে ভূমিকা রাখছে। জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, মাসব্যাপী তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য তরুণদের নেতৃত্ব বিকাশ করা। তাদের উৎসব বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ২৫ জানুয়ারি বিখ্যাত ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের মাধ্যমে এই উৎসব সমাপ্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ