বিশেষ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জে একটি কুন প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটিতে লাগা আগুন দ্রুত পাশের চারটি গার্মেন্ট ওয়াস্টেজের গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরবর্তী সময়ে আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বউবাজার শান্তিনগর এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রথমে আসা ফায়ার সার্ভিসের ইউনিটের আগুন নিয়ন্ত্রণের সময় দ্রুত পানি ফুরিয়ে গেলে; আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন সৃষ্টি হয়। পরে আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসকে পুনরায় জানানো হলে আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও কাজ করছে।
তারা বিভিন্নভাবে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।
স্থানীয় একজন স্বেচ্ছাসেবক জানান, আজ বুধবার সকাল ৭টার দিকে একটি কুন কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেটি পাশের গার্মেন্টস ওয়াস্টেজের চারটি গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনে কুন কারখানা ও গোডাউনগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
তবে আগুন লাগার শুরুর দিকে কুন কারখানার কিছু মালামাল অক্ষত উদ্ধার করা হয়।
আলমগীর নামে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, গোডাউনে গার্মেন্ট ওয়াস্টেজ এলডি পলিথিন ছিল। আগুনে সব পুড়ে গেছে। গোডাউনে তার পাঁচ লাখ টাকার মালামাল ছিল বলে দাবি করেন এই ব্যবসায়ী। এ ছাড়া মুসলিম, বাবুল, হাশেম নামে আরো তিনজন ব্যবসায়ীর তিনটি ওয়াস্টেজ গোডাউন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
তবে তাদের সঙ্গে কথা না হওয়ায় ক্ষতির পরিমাণটি জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের পরিচালক আবদুল্লাহ আল আলিম জানান, হাজীগঞ্জ ও আদমজীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কেন, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো তিনি নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণ হলে তদন্ত করে বিষয়টি জানানো যাবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।