1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সহকারী শিক্ষকদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত স্কুলে পাঠদান ব্যহত নেকড়ে আতঙ্কে লালমনিরহাট লামায় জীনামেজু অনাথ আশ্রমে কম্বল বিতরণ করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান আটপাড়ার তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমীরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গলাচিপা সমলয় পদ্ধতিতে ধান চাষ কার্যক্রম উদ্বোধন শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় ইয়াং স্টার একাডেমী ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন করেন রোটারিয়ান এম. নাজমুল হাসান নেত্রকোণা জেলার সাবেক যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত পঞ্চগড়ে জেলা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মেঘালয় থেকে আসা ৯০ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ খালেদদাদচৌধুরীসাহিত্যপুরস্কারঘোষণা, এবার পুরুস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ

পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ ০৫ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে আটোয়ারীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। শুক্রবার বিকেলে আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর সহধর্মিণী সাকিলা পারভিন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম বজলুর রহমান জাহেদ, জামায়াতে ইসলামীর আমির মোঃ ইউনুস আলী প্রমুখ বক্তব্য রাখেন।

পঞ্চগড়ের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা যেমন পাক্ষি খেলা, লাঠি খেলা, রশি টানাটানি, বৌ-চি, তৈলাক্ত কলাগাছ খেলা আর ডাংগুলী খেলা। আকাশ সংস্কৃতির যুগে এসে এই খেলাগুলো প্রায় ভুলতে বসেছিল পঞ্চগড়ের মানুষ। আর এই ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা দেখতে মেতে উঠেছিল আটোয়ারী উপজেলার ০৬ ইউনিয়নের হাজারও মানুষ। 

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা, কৃষ্টি-কালচার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যেন হারিয়ে না যায় সে জন্য এই উদ্যোগ। আমরা চেষ্টা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে দর্শকরা যেমন আনন্দ পাবে তেমনি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এই খেলাধুলা নিয়ে আনন্দ পাবে। এসব খেলা বহু মানুষ উপভোগ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ