আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই চোরাকারবারি ভারতীয় নাগরিক’কে আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সালদানদী সীমান্তের অষ্টজঙ্গল নামক স্থান হতে তাদের আটক করা হয়।
আটককৃরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার, কলমছড়া উপজেলাধীন রহিমপুর এলাকার গৌরাঙ্গগোলা গ্রামের মোঃ ওহিদ মিয়ার ছেলে মোঃ রাজু আহম্মেদ ২৬) ও একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ সোহাগ হাসান (২৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সন্ধ্যায় সালদানদী বিওপির টহলরত বিজিবি’র সদস্যরা চোরাচালানের সাথে জড়িত ভারতীয় দুই নাগরিক’কে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পন্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক কসবা থানায় সোপর্দ করা হয়।