স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি করলা মার্কেট রাস্তার পাশে সরকারি জায়গার গাছ কেটে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মো.আব্দুল মমিন এর বিরুদ্ধে।
অভিযোগ তুলে নামপ্রকাশ করতে অনিচ্ছুক একজন বলেন আব্দুল মুমিনের ভয়ে কেউ এলাকায় কথা বলতে পারছে না, উনি সরকারি জায়গার গাছ কেটে দোকান ঘর নির্মাণ করার জন্য রাস্তার পাশে মাটি ভরাট করছে।
আমি আপনাদের মাধ্যমে চাই, যেন কেউ এমন অবৈধ কাজ করতে না পারে।
মো.মিজান বলেন সরকারি রাস্তার পাশে জায়গা দখল করে উনি ঘর নির্মাণ করছে। ঘরটির বিষয়ে আমি নিজে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি মাটি গুলো এমনিতেই রাখছি, পরে নিয়ে যাব।
কিন্তু না আমি দেখি এখানে উনি একটি ঘর নির্মাণ করছে। এ অবৈধ ঘরটি উচ্ছেদ চাই।
এ বিষয়ে মো.আব্দুল মমিন স্বীকার করে বলেন আমি সরকারি জায়গায় মাটি ফেলেছি ঠিক, যদি সরকার নিয়ে যায় তাহলে আমি ঘর নির্মাণ করবো না।
এবং এখানে আগে কোন গাছ ছিল না।
সরকার নিয়ে গেলে এতে আমার কিছু যায় আসে না।
রামগতি ফরেস্ট কর্মকর্তা মো.আব্দুল বাসেত বলেন আমি নোটিশ করছি, জবাব চেয়েছি, অমান্য করলে আইনী ব্যবস্থা নিব।