মোঃ রেজাউল করিম আলম,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী
উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বণার্ঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আদম সুফি, আবু দাউদ প্রধান, তৌহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবার রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের মাসুম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।
প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালন করা হয়।