মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুড়ে শীতার্ত গরীব অসহায় প্রতিবন্দিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার(৩১ডিসেম্বর) দুপুরে তেতুলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আর্ন এন্ড লিভ এর ফরিদা ইয়াসমিন জেসি’র ব্যবস্থাপনায় আর্ন এন্ড লিভ পঞ্চগড় টিম এর আয়োজনে ‘শতাধিক অসহায় প্রতিবন্দি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,আসরাফুল ইসলাম, তেতুলিয়া হাইওয়ে সার্জেন মেজবাহ, আর্ন এন্ড লিভ এর টিম লিডার,ডিজার হোসেন বাদশা রেজাউল করিম আলম মঞ্জু হোসেন ,আল আমিন সুহেল সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।