পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের জগদল বাজার থেকে হাড়িভাষা আঞ্চলিক সড়কের সাড়ে ৪’শত মিটার রাস্তার দুপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পঞ্চগড় জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় শুরু হয় এ অভিযান। এ সময় বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে পঞ্চগড় জেলা প্রশাসন। পর্যায় ক্রমে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি ই ডির পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী সহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা।