রেজাউল করিম আলম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ে ৫৪ তম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টর ভবন চত্তরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়।পরে জেলা প্রশাসক মো.সাবেত আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা চত্তরে পুষ্পস্তবক অর্পন করেন।পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির নেতৃত্বে,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডস ও একে একে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পন করে।
এ সময় শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে।সকাল ১০ টায় সরকারি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,দিনব্যাপী বিজয় মেলা,১১ টায় মুক্তিযোদ্ধাদের সন্মাননা।বিকালে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা,সন্ধ্যায় পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুবিধাজনক সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন।
হাসপাতাল,জেলখানা,শিশু পরিবারসহ ছিন্নমুল মানুষের মাঝে খাবার পরিবেশন ও মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা করা।