রেজাউল করিম আলম, পঞ্চগড়ঃ নানা আয়োজনে পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও পঞ্চগড় শহরের জেলা পরিষদের সামনে বধ্যভুমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো:সাবেত আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি,
পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম,জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধারা।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।