মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ ভারতে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাংচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা সহ দেশে ইসকনের সড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র পঞ্চগড়ের নেতাকর্মীরা একই সাথে আটক ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ও ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারির কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষোভকারীরা।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সন্ধায় পঞ্চগড় শহরের বকুলতলা এলাকায় অবস্থিত জাগপা’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়। মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে শেরে বাংলা পার্ক চৌরঙ্গীমোড়ে গিয়ে কুশপুত্তলিকা দাহ করে। পরে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাংচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা সহ দেশে ইসকনের সড়যন্ত্রের প্রতিবাদ জানান বক্তারা। এ সময় বক্তব্য রাখেন, জাগপা’র জেলা কার্যালয়ের সহ সভাপতি সামসুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব।