মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচার দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তের প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা ঈমান আকিদা রক্ষা কমিটির আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পঞ্চগড়-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সড়ক প প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে চৌরঙ্গী মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময়ের জেলা ঈমান আকিদা রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী মো আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক নুর আলম, প্রচার সম্পাদক লিয়াকত আলী, ইসলামি আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।