মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও মাদক বিরোধী সচেতনতার সৃস্টিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খন্দকার মোস্তাফিজুর রহমান,মহাপরিচালক মাদকদ্রব্য সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রাণালয়। বিশেষ অতিথি ছিলেন আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রক রংপুর,
শফিকুল ইসলাম শফিক অতিরিক্ত পুলিশ সুপার অনুষ্ঠােনের সভাপতিত্বে করেন, সাবেত আলী,জেলা প্রশাসক পঞ্চগড়। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা,মাদক বিরোধী স্বেচ্ছাসেবি সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও রাজনৈতিক নেতা বক্তব্য রাখেন।