পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে
এই প্রথম ৫ উপজেলার ৪৩ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য সদস্যাদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সকালে প্রথমে অনুষ্ঠানটির শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে,
(২৩ শে নভেম্বর ২০২৪), শনিবার পঞ্চগড় হিমালয় বিনোদন পার্কে এই মেলাটির আয়োজন করা হয়।
মেলাটিতে সভাপতিত্ব করেন হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান নূর ই আলম।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়ের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। তিনি বক্তব্য বলেন আমার ২০ বছর প্রশাসনিক দায়িত্ব পালন কালে এই প্রথম দেখতে পেলাম যে পঞ্চগড়ে
৪৩ টি ইউনিয়ন মিলে একটি মিলন মেলায় পরিণত করেছে দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে মেলাটি তে সবাই অংশ গ্রহণ করেছেন
তাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এখন থেকে সবাই সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন এবং মাদক বাল্যবিবাহ প্রতিরোধ সহ সকল বিষয়ে আমাকে সহযোগিতা করবেন।
এই মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ও বোদা উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তেতুলিয়া উপজেলার তীরনই ইউনিয়নের চেয়ারম্যান
মোঃ আলমগীর হোসেন।
এ বছরে শিশুদের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী শতভাগ জন্ম নিবন্ধন কারী হিসেবে প্রথম স্থান অর্জন করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ, দ্বিতীয় স্থান অর্জন করেন বোদা উপজেলা ।
এ বিষয়ে মোট ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
দূপুরে ভজনপ্রিতীর মধ্য দিয়ে মিলন মেলাটির সমাপ্তি ঘটে।