পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ কবি ও কথা সাহিত্যিক টি এম মনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামের শিশু-কিশোরদের নিয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকায় ধূমকেতু সাহিত্য পরিষদের আয়োজনে এই শিশু-কিশোর উৎসবে কেককাটা, গ্রামীন খেলা মোরগ লড়াই, হাড়িভাঙ্গা, ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড়, হাতি উড়ে না পাখি উড়ে, কঙ্কর নিক্ষেপ, ভিতরে-বাইরে খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে মনোয়ার হোসেনের স্বরিত কবিতা আবৃত্তি করেন শিশু-কিশোররা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কবি ও কথাসাহিত্য টি এম মনোয়ার হোসেন, ধূমকেতু সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নুর হাসান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।