1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভোটদিয়ে আপনার রক্ত চুষে খাবে এই সুযোগ কোন এমপি,মন্ত্রী কাউকে আর দেওয়া যাবেনা-পঞ্চগড়ে সারজিস আলম সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনাবিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – ব্যারিস্টার নওশাদ জমির বিএনপিতে ‘আশ্রয়’ পাচ্ছে আওয়ামী লীগের লোকজন তেঁতুলিয়ায় এবতেদায়ী মাদ্রাসার জমি জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযোগ পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে রাস্তা তৈরী করার প্রতিবাদে বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি তান্ডব ও গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল আসন্ন নাসিক নির্বাচনে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়াইয়ের ঘোষনা দিয়েছেন লন্ডন প্রবাসী আরামবাগ সরদার বাড়ী নিবাসী জনাব মোশাররফ হক বাপ্পী পঞ্চগড় আটোয়ারী উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ আহত ২০-২২ জন ও আটক ২৫-২৮ জন

মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে হলফনামা দাখিল স্বাস্থ্য সহকারী সহ ৩ জনের অর্থদন্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১৮ ০৫ বার পঠিত

ওসমান গনি, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে জন্ম সনদ সংশোধনের হলফনামা দাখিল করায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য সহকারী সহ ৩ জনকে ১১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ সহ বিভাগীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ৩ টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।

এর মধ্যে হলফকারী ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছাকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা অর্থদন্ড দেওয়ার পর তারা আদালতে টাকা দাখিল করেন। এছাড়াও গজারিয়া স্বাস্থ্য সহকারীকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়ার পর তিনি আদালতে না থাকায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরাত জাহান উপজেলার গুয়াগাছিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে ও মেহেরুন নেছা দ্বীন ইসলামের স্ত্রী।

আদালত সূত্রে জানাগেছে,ইসরাত জাহান অষ্টম শ্রেনীর পাশের প্রশংসাপত্র, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্র্তৃক প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন ও টিকাকার্ড সহ আদালতে সংশোধনের হলফনামা দাখিল করেন। এসময় বিচারক তার অন্যান্য কাগজপত্র সঠিক পেলেও টিকাকার্ডের মুল কপি পর্যালোচনা করে দেখতে পায় ইসরাত জাহানের টিকাকার্ডে গত ২০০৬ সনের ২৫ অক্টোবর প্রথম টিকা নেওয়ার তারিখ উল্লেখ থাকলেও টিকা কার্ডের ফরমটি ২০২৩ সালে পুন:মুদ্রন।

এতে দাখিলকরা টিকাকার্ডটি ভুয়া বলে প্রমানিত হয়।  ইসরাত জাহান মূলত তার বয়স সংশোধনের জন্য হলফনামা দাখিল করেন। এছাড়াও ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছার বিচারকের নেয়া জবানবন্দিতে টিকাকার্ডটি ভুয়া বলে স্বীকার করে। এছাড়াও তারা এই টিকাকার্ডটি স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে দিয়ে বানিয়েছেন বলে জানান।

আদালতে ভুয়া টিকাকার্ড দাখিল করে হলফনামা দাখিল করায় আদালত তাদের দোষী সাব্যস্ত করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও হলফনামা দাখিলকারী ইসরাত জাহানকে ৩ হাজার টাকা অর্থদন্ড ও ইসরাতের মা মেহেরুন নেছাকে ৩ হাজার টাকা অর্থদন্ড সহ প্রত্যেককে অনাদায়ে দুই দিনের করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এসময় আদালতে ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছা ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা দাখিল করেন।

বিষয়টি নিশ্চত করে ওই আদালতের বেঞ্চ সহকারী সুমন ভুইয়া জানান, ভুয়া টিকাকার্ড দিয়ে হলফনামা দাখিল করায় হলফকারী ইসরাত জাহান ও তার মা মেহেনুন নেছাকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানার আদেশ হওয়ার পর তারা সেচ্ছায় আদালতে জরিমানার টাকা দাখিল করেছে। তবে গজারিয়া স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ সহ বিভাগীয় আইনী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন বিচারক।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ