মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহসহ সারাদেশে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গত শনিবার (৯নভেম্বর ২০২৪) রাতে ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং ওসি মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার এক সেচ্ছাসেবকলীগ ও দুই ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীসহ,একজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক-লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, ৬নং মানকোন ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, ৫নং বাশাঁটি ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ও বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর এলাকার সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আঃ রশীদের ছেলে সুমন মিয়া।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তাই দেশের শান্তিশৃঙ্খলা ঠিক রাখা ও জনসাধারণের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। সে জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুক্তাগাছাতেও অভিযান চালানো হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করে থানা পুলিশ। এছাড়াও সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক একজনকে গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করা মুক্তাগাছায় আরও বেশ কিছু আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে তাদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এবং আটকদের রোববার (১০ নভেম্বর) আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।