বিশেষ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কাদিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার তার রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য, আব্দুল কাদির নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট বোনের স্বামী।
পুলিশ জানিয়েছে, তাকে পোশাক শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫ আগস্ট নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ককটেল বিস্ফোরণ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বদিউজ্জামান গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
বদিউজ্জামানের স্ত্রী মোসাম্মৎ আদুরী খাতুন ওই দিনই হত্যা মামলা দায়ের করেন, যাতে ৩৬ জনের নামসহ ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ঘটনার পর পুলিশ মামলাটি তদন্ত করে এবং যুবলীগ নেতা আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে।