1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সহকারী শিক্ষকদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত স্কুলে পাঠদান ব্যহত নেকড়ে আতঙ্কে লালমনিরহাট লামায় জীনামেজু অনাথ আশ্রমে কম্বল বিতরণ করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান আটপাড়ার তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমীরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গলাচিপা সমলয় পদ্ধতিতে ধান চাষ কার্যক্রম উদ্বোধন শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় ইয়াং স্টার একাডেমী ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন করেন রোটারিয়ান এম. নাজমুল হাসান নেত্রকোণা জেলার সাবেক যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত পঞ্চগড়ে জেলা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মেঘালয় থেকে আসা ৯০ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ খালেদদাদচৌধুরীসাহিত্যপুরস্কারঘোষণা, এবার পুরুস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ

বগুড়ায় ১০০ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ  গ্রেফতার-০২

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭৪ ০৫ বার পঠিত

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা সদর উপজেলার গোকুল এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর(ডিএনসি) বগুড়া।

০৯ নভেম্বর(শনিবার) দিবাগত রাত ডেরটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক” সার্কেল, জেলা কার্যালয়  অভিযান করে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী HB TRVELS মেট্রো-ব-১২-২১২৬ নামীয় একটি যাত্রীবসহী বাসে ও-৩ নং সীটে টিকিট বিহীন বসা অবস্থায়  মোছাঃ রমিছা বেগম(৪৫) এবং ও ৪ নং সীটে টিকিট বিহীন বসা অবস্হায় নূর মোহাম্মাদ (২৬) কে তল্লাশি করা হয়।

এ সময় ও ৩ নং সীটে বসা মোছাঃ রমিছা বেগমের পায়ের নীচে একটি প্লাস্টিকের বস্তার ভিতর পুরাতন কাপড় দ্বারা মোড়ানো ১০০ বোতল ফেন্সিডিল  ও ৪ নং সীটে বাসা নূর মোহাম্মদ এর দুই পায়ের মাঝে ডান হাতে ধরা অবস্থায় প্লাস্টিকের বস্তার ভিতর পুরাতন কাপড় দ্বারা মোড়ানো ছোট বড় গাঁজার তিনটি গাঁজার রোলে মোট ৮ কেজি গাঁজাসহ তাদেরকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী রমিছা বেগম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নওদাবাশ গ্রেমের মৃত গোলাম রব্বানী এর স্ত্রী এবং গ্রেফতারকৃত নূুর মোহাম্মদ একই জেলা ও থানাধীন বড়লই সর্দারপাড়া গ্রামের মোঃ লেবু ব্যাপারীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক শাহাদাত হোসেন  জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং-১৪(গ) ও ১৯(খ)ধারায় বগুড়া সদর থানায় মামলার দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ