আবুল হাসনাত রাতুল, মময়মনসিংহ প্রতিনিধি -ঃ আজ ১৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার বেলা ২ ঘটিকায় জয়নাল আবেদীন পার্কে “রক্তদানে আমরা ময়মনসিংহ” পরিবারের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ভ্রাম্যমাণ ক্যাম্পেইন অনুষ্ঠিত।
উক্ত ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন রক্তদানে আমরা ময়মনসিংহ এ-র সভাপতি আরিফুর রহমান আরিফসহ এই পরিবারের প্রায় সদস্য।
এই ক্যাম্পেইনটি করোনাকালিন দীর্ঘদিন বন্ধ থাকার পর সবকিছু খুলে দেওয়ায় “রক্তদানে আমরা ময়মনসিংহ” পরিবারের উদ্যোগে জয়নাল আবেদিন পার্ক ১৮০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ভ্রাম্যমাণ ক্যাম্পেইন করা হয়। মানুষের মাঝে রক্তদানে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ ছিল ঐ উদ্দেশ্য।
উক্ত পরিবার সবার সহযোগিতা চেয়ে এগিয়ে যাবে বলে জানান “রক্তদানে আমরা ময়মনসিংহ” পরিবার।