পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে এ উপলক্ষ্যে জেলা যুবদলের আয়োজনে শোভাযাত্রা শেষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন বলেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ । এই দেশ কে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। দ্রুত নির্বাচন না দিলে ষড়যন্ত্রকারীরা সফল হবে। এদিকে পঞ্চগড় শহরে জেলা যুবদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক ও জেলা জজকোর্টে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর আদম সুফি প্রমুখ। জেলার পাঁচ উপজেলাতেই পালিত হচ্ছে জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী।