1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

মাদারীপুর পূর্ব শত্রুতার জে‌রে মা ও ছেলেকে বেধড়ক মারধর। আহতরা হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫৪ ০৫ বার পঠিত

মীর ইমরান, মাদারীপুর প্রতি‌নি‌ধিঃ মাদারীপু‌রের শিবচ‌রে পূর্ব শত্রুতার জেরে মা ও ছেলেকে বেধড়ক মারধর করে ঘরে আটকিয়ে রাখার অভিযোগ প্রতি পক্ষের বিরুদ্ধে।
আহত‌দের শিবচর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । আহতরা হ‌লেন, স‌জিব ফরাজী(২০),হে‌লেনা বেগম(৪০)
গত (২৩অ‌ক্টোবর) বিকেলে শিবচর উপ‌জেলার দত্তপাড়ার মা‌ঝিকা‌ন্দি গ্রামে এই ঘটনা ঘ‌টে।
পা‌রিবা‌র ও থানা সূ‌ত্রে জানা যায়, জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জে‌রে উপ‌জেলার দত্তপাড়া মা‌ঝিকা‌ন্দি গ্রা‌মে বা‌সিন্দা আ‌লো ফরাজী সা‌থে স‌জিব ফরাজীদের সা‌থে দীর্ঘদিন ধ‌রে দ্বন্দ্ব চ‌লে আস‌ছি‌লো।

গত বুধবার প্রতিপ‌ক্ষের সা‌থে বিষয়‌টি নি‌য়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তার সাঙ্গপাঙ্গ‌দের নিয়ে সজিব ফরাজি ও তার মায়ের উপর অতকৃতভাবে  আক্রমন চালায় এসময় সজিবে মায়ের মাথার গুরুতর আঘাত করে প্রতিপক্ষ। এতে গুরুতর আহত মা ও ছেলে দুইজনে। পরে আত্মীয়দের সহযোগিতায় উদ্ধার হয়  সজিব ফরাজি ও তার মা।
এ বিষয়ে শিবচর থানা অফিসার ইনচার্জ মোকতার হো‌সেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের করা হয়েছে। বিষয়‌টি নি‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হ‌বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ