পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ এক ডোজ এইচভিপি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের এইচপিভি টিকাদান ক্যম্পেইন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় (২৪ অক্টোবর) করোতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতন হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। জানা যায়, পঞ্চম থেকে নবম শ্রেণী ও সমমানের ছাত্রী এবং ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ করে এইচভিপি টিকা ৭ বিভাগের ন্যায় পঞ্চগড়েও প্রদান করা হয়। এসময় উপস্থিত পঞ্চগড় জেলা প্রশাসক সাবেদ আলী, পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,মেডিকেল অফিসার ডাঃ নিশাত আনজুম মারুফী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম রিনাসহ করোতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।