এ,কে,এম, বেলাল উদ্দিন, চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি -ঃ চকরিয়ার উপকূলের ত্রাস টাইগার সালাহউদ্দিনের বিরুদ্ধে মারধর, লুটপাট ও হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।
পশ্চিম বড় ভেওলায় ৯ সেপ্টেম্বর বসতভিটার গাছ কেটে বাড়িতে লুটপাট ও হামলা, ১১ সেপ্টেম্বর মারধর ও ভাংচুর সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় মোস্তাক আহমদ বাদী হয়ে লুটপাট ও হামলায় নেতৃত্ব দেয়া দুই ভাইকে আসামী করে মামলা করেন।
আসামীরা হলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বশির আহমদের ছেলে মো. সালাহউদ্দিন প্রকাশ টাইগার সালাহউদ্দিন ও তার বড় ভাই আমির উদ্দিন।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সালাহউদ্দিন তার সহযোগীদের নিয়ে বাদীর বসতঘরে অবৈধ অনুপ্রবেশ করে ৬০-৭০টি বিভিন্ন প্রজাতির ফলদ গাছ কেটে ফেলে। এসময় মোস্তাক আহমদ ও তার স্ত্রী তাতে বাধা দিলে তারা স্বামী-স্ত্রীকে মারধর করেন। পরে সরকারী জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
হামলার শিকার স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় মোস্তাক আহমদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দিলে তা মামলা হিসেবে এন্ট্রি করেন। ওই মামলায় সালাহউদ্দিন ও তার বড় ভাই আমির উদ্দিনকে আসামী করা হয়েছে।
মামলা হওয়ায় উল্লেখিত আসামীরা আরও বেশি ক্ষেপে গিয়ে ১৫ সেপ্টেম্বর দলবল নিয়ে মোস্তাক আহমদের বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙে চুরমার করে দেয়। বিষয়টি চকরিয়া থানায় অবগত করা হলে, সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, পশ্চিম বড় ভেওলার চিহ্নিত সন্ত্রাসী ও মামলার আসামী সালাহ উদ্দিন সহ আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।