মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার তৈবুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজ মাঠে এক মাস ব্যাপী ফুটবল ট্রেনিং ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী শেষে৷ সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী সৈয়দ জাহাদুল ইসলাম কে জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির- চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার(২৩ অক্টোবর ) জুড়ী তৈবুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজ মাঠে এক মাস ব্যাপী ফুটবল ট্রেনিং ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় সভাপতিত্ব করেন জুড়ী ল্যাব এইড এর ম্যানেজিং ডাইরেক্টর আল আমিন তালুকদার ও জাকির আহমদ তানিম এর সঞ্চালনায়, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জুড়ী কোয়াবের সভাপতি, আব্দুল আউয়াল। কোয়াবের সহ সভাপতি,খালেদ হোসেন অভি।
কোয়াবের সহ সভাপতি,এ,বি,আহাদ।
জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির কোচ,আব্দুল আলিম মুন্না। জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির পরিচালক ও জেলা দলের গোলরক্ষক এহসানুল আম্বিয়া সোহান।