মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ কর্তৃক বিভিন্ন মামলায় ৯ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে মোবাইল চুরির ঘটনায় ৪ জন, বাই সাইকেল চুরির ঘটনায় ১ জন, মাদকসহ ২ জন, সাজাপ্রাপ্ত ১ জন এবং রাজনৈতিক মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত এসব আসামীকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) সকালে শহরের শেরে বাংলা রোডের চৌধুরী টাওয়ার মার্কেটে মোবাইল কর্ণার নামক দোকান থেকে মোবাইল চুরির সময় স্থানীয় দোকান মালিকরা ৪ জন কে আটক করে। এরা হলো নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের ব্যাঙ্গমারীর আসাদুল হকের ছেলে নাজমুল ইসলাম (২০), সমসের আলীর ছেলে মকছেদুল ইসলাম (২১), এমদাদুল হকের ছেলে মজিদুল ইসলাম (২৪) ও শরিফুল ইসলাম (২৩)। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
আর সাইকেল চুরির ঘটনায় শহরের জহুরুল হক রোড থেকে নওশাদ আলম (৩৩) কে আটক করে জনগন। নওশাদ সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া মহল্লার মন্টুর ছেলে। এছাড়া সৈয়দপুর ১০০ শয্যা হাপাতালের সামনে থেকে নিষিদ্ধ ট্যাবলেট টাপেন্টাডল বিক্রির সময় ২ জনকে আটক করেছে পুলিশ। এরা হলো সৈয়দপুর শহরের কাজীপাড়ার কপর আলীর ছেলে হাসান (২৭) ও কুন্দল পুর্বপাড়ার ফজলুর রহমানের ছেলে রাজনবী
(২৫)। এদের আটক করেছে এস আই মেহেদী হাসান মারুফ।
এদিকে উপশহর ঢেলাপীর উত্তরা আবাসন এলাকা থেকে আনোয়ার হোসেনের ছেলে পারভেজ (৩০) কে সাজাপ্রাপ্ত আসামী হিসেবে ওয়ায়েন্ট মুলে আটক করেছে। আর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজার থেকে আব্দুল হাই (৫০) নামে আওয়ামীলীগ কর্মীকে আটক করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দীন বলেন, সকল প্রকার অপরাধের বিরুদ্ধে সৈয়দপুর থানা পুলিশ সদা সোচ্চার। নিয়মিত টহল সহ অভিযান অব্যাহত
আছে। গত ২৪ ঘন্টায় নানা অভিযোগ ও মামলার ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার দুপুরে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।