সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ কুষ্টিয়া শহরের হাউজিং কদমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের মেয়ে রয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বাড়ির ভেতরে কাজ করার সময় বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই পরিবারের সদস্যরা চিৎকার দিলে আশেপাশের মানুষ ছুটে আসে এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্তারিত আসছে……