পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাঁচা চা-পাতা ন্যায্য মূল্য,ওজনে সমস্যা ও তৈরি চায়ের বিপনন বিষয়ে মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুৃষ্ঠিত হয়।
এসময় চা-পাতার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা করা হয়।চা-পাতা চুরি করে কোন কারখানা বিক্রি করতে গিয়ে ধরা পড়লে, চা-পাতা বাজেয়াপ্তসহ কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এবং কাঁচা চা-পাতা ১৭ টাকা কেজি মূল্য নির্ধারন করা হয়েছে।একই সাথে ভিজা পাতার জন্য ৮-১০ শতাংশ কর্তন করার সিদ্ধান্ত হয় সভায়।২৪ অক্টোবর সকাল থেকে কার্যকর হবে বলেন-জেলা প্রশাসক সাবেত আলী।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস,বাংলাদেশ চা বোর্ড,পঞ্চগড়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন,কাস্টমস, এ্যাক্সইজ ও ভ্যাটের রাজস্ব কর্মকর্তা,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, চা কারখানার মালিকপক্ষ ,চা চাষী,চা-পাতা ব্যবসায়ী,কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।