কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃকুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের উওর হোসেনপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মসজিদের মিটারের কার্ড শেষ হয়ে গেলে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেন। খবর পেয়ে গোপন সংবাদের বৃত্তিতে ২১অক্টোবর (সোমবার) বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন ও সহযোগী কর্মকর্তাদের নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে আসেন।
পরদিন কমিটিকে ডাকলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও কমিটির সভাপতির ছেলে বিদ্যুৎ অফিসে গেলে উনাদেরকে বিদ্যুৎ অফিস কতৃপক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
মসজিদ কমিটির সভাপতি মকবুল আলী ও উনার ছেলে ক্যাশিয়ারের দ্বায়িত্বে থাকা মোঃ শাহেদ দায় এড়িয়ে বলেন গত কয়েকদিন আগে মিটারের কার্ড শেষ হয়ে যায় তখন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এই সংযোগটি লাগান, উনি বলেন সরকার মসজিদ এর বিদ্যুৎ বিল মাফ করেছে সমস্যা নাই, পরবর্তীতে ২২ অক্টোবর সাধারণ সম্পাদক ও আমার ছেলে বিদ্যুৎ অফিসে যায় শুনেছি ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, কে কোন সময় বা কাহারা সংযোগটি লাগিয়েছে তা আমি জানিনা। উনি আরও বলেন আমরা এগুলো কিছুই করিনি, যারা বিদ্যুৎ অফিসে জানিয়েছে তারা করেছে। বিদ্যুৎ অফিস জরিমানা করেছে বলে তিনি ফোন কেটে দেন।
নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন বলেন, পবিত্র জায়গা মসজিদ সেখানে অবৈধ সংযোগ লাগানোর দরকার ছিল কি।আমরা সংযোগটি বিছিন্ন করেছি এবং কমিটিকে ডেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি । জরিমানা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।