সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ সরকার নির্ধারিত মুল্যর তোয়াক্কা না করে অধিক দামে ডিম ও মুরগী বিক্রির অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে সাব্বির ডিম ভান্ডার, হলবাজার ডিম ভান্ডার ও মুরগী ব্যবসায়ী নিজাম নামের ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে
এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। অভিযান পরিচালনাকাল প্রানী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, কুমারখালী থানা পুলিশের এএসআই মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ক্রয়বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ডিম ও মুরগী বিক্রির অপরাধে কৃষি বিবরণ আইন ১৮ ( ক) ধারায় তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।