বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে সরকারি হাসপাতালে চুরি সময় রানা (২৫) নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আটক রানা পৌরশহরের পূর্বজগন্নাথপুর, হঠাৎপাড়া মহল্লার মৃত. হানিফ এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ৪ নম্বর পৌর কাউন্সিলর মোজাফফর রহমান।
জানা গেছে, রবিবার রাত তখন সাড়ে ১২টা। প্রতিদিনের মত হাসপাতালে সবাই কাজ করছিলো। ওই সময় হাসপাতালে চুরি করতে ঢুকে রানা। এসময় হাসপাতালের ষ্টোররুমে রাখা ২৯টি পুরাতন ফ্যান, বিভিন্ন এসএস পাইপ, গ্রীলের জানালা চুরি করে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে রানাকে আটক করে পুলিশে দেয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, চুরির খবর পেয়ে মালামালসহ একজনকে চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোরকে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করার প্রক্রিয়া চলমান।