লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের আরো ৩জন। নিহত জিকরুল মোল্লার (৬৫) বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে।
আজ রোববার ২০ অক্টোবর সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে এই দুর্টনা ঘটে। ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে আসলে বিপরীত দিক ভাটিয়াপাড়া থেকে শহরের বেদগ্রামের দিকে আসতে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।
গোপালগঞ্জ সদর থানার এস,আই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের কারনে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়।নিহত ও আহতদের উদ্ধার করে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়!