পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে স্বামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবি (৫৮) মৃত্যু বরণ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় দিকে গলাচিপা উপজেলা রতনদি তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে নসু ঘরামীর প্রথম পক্ষের মেয়ে আসমার পৈত্রিকসূত্রে পাওয়া ৬ শতক জমিতে ঘর তুলতে যায় আসমাসহ তার দুই ভাই রিপন ও হাসান। এতে নসু ঘরামীর দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির ধলা ঘরামীর সন্তান শামীম ও শাহিন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নসু ঘরামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবি গুরুতর আহত হন। পরিবারের লোকজন গুরুতর আহত আমেনা বিবিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ, আমেনা বিবির আগের স্বামী ধলাঘরামী ও নসু ঘরামী আপন দুই ভাই। ধলা ঘরামীর মৃত্যুর পর তার স্ত্রী আমেনা বিবিকে নসু ঘরামী দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন।