1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে সেচ্ছাসেবক দলের এক কর্মি নিহত মুন্সীগঞ্জে শিশু তকির হত্যা: ৫ জনের যাবজ্জীবন দিলেন আদালত গলাচিপায় ভিপি নূরের গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল রাজশাহীতে খরচ বেড়েছে আলু চাষে লক্ষ্যমাত্রা পুরুণে শঙ্কা পঞ্চগড়ে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসুচি অনুৃষ্ঠিত তানোরের খাদ্যগুদামে নানা অনিয়মের অভিযোগ রংপুরে বিভাগীয়  বৃক্ষমেলার সমাপনী বাংলাদেশ জাসদ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গজারিয়া ৪২ মামলার আসামী প্রতিপক্ষের  গুলিতে নিহত বাবলার মরদেহ জানাযা ছাড়াই মাটি চাপা আটপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনী পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রূপা নন্দী

ভারতের সর্বোচ্চ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হতে চলেছেন সঞ্জীব খান্না

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৪৩ ০৫ বার পঠিত

মনোয়ার ইমাম, ভারত সংবাদদাতাঃ আগামী ১০ নভেম্বর ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না। তিনি বর্তমান ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় এর স্থলাভিসিক্ত হবেন। দীর্ঘ ৪০, বছরের আইনজীবী হিসেবে কাজ করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না। তিনি ১৯৮৩, সালে আইনজীবী পেশায় যুক্ত হন। এবং তার পর ২২, বছর বাদে প্রথম বিচারপতি হিসেবে নির্বাচিত হন তিন হাজারি কোর্টে। এবং এখনে দীর্ঘদিন বিচারপতি হিসেবে কাজ করার পর,২০০৫, সালে ভারতের দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নির্বাচিত হন। এবং দক্ষতার সঙ্গে তিনি বিচারপতি হিসেবে কাজ করছেন। এবং ২০১৯, সালে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।আর ঠিক পাঁচ বছর পর ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তার নাম প্রস্তাব করেন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না র নাম কলোজিয়াম এ এবং ভারতের আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেন।সব কিছু ঠিক থাকলে আগামী ১০,ই নভেম্বর ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না নির্বাচিত ও শপথ গ্রহণ করবেন। বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না ভারতের জম্বু ও কাশ্মীরের উপর ৩৭০, ধারা বাতিলের বৈধতা নিয়ে রায় দেন। এবং ভারতের ইলেট্রোপল বন্ড বাতিল করা নিয়ে যুগান্তকারী রায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না কে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী সহ আইন মন্ত্রণালয়ের সচিব ও সুপ্রিম কোর্টের অনন্যা বিচারপতিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ