1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনিক গ্রুপের এমডির কন্যা নাদিহা সড়ক দুর্ঘটনায় নিহত পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত থেকে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, আহত দুই স্বামীর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার অভিযোগ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার মতলবে মায়া পুত্র দিপু চৌধুরীর নামাজে জানাজায় লাখো মুসল্লির ঢল পঞ্চগড়ে বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন প্রকৌশলী, তেঁতুলিয়ার ইউএনওসহ আহত ৩ শনিবার স্বামীর খোঁজে তেঁতুলিয়ায় ভারতীয় তরুণী পঞ্চগড়ে পালিত হলো ১৯ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৩

রংপুরে থেকে প্রকাশিত ৮ টি পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৪ ০৫ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুর জেলা থেকে প্রকাশিত আটটি পত্রিকার মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে। এরমধ্যে চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশনা অব্যাহত না থাকায় আইন অনুযায়ী এসব পত্রিকার প্রকাশনা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
পত্রিকাগুলো হচ্ছে- দৈনিক গণআলো (প্রকাশক- সেরাফুল হোসেন), দৈনিক নতুন স্বপ্ন (প্রকাশক- আব্দুল আজিজ চৌধুরী সাঈদ), দৈনিক বাহের সংবাদ (প্রকাশক- সৈয়দা নাসরিন সুলতানা), দৈনিক রংপুর চিত্র (প্রকাশক- এএসএম রুবাইয়াত ফারমান), সাপ্তাহিক উত্তরের হালচাল (প্রকাশক- শাহ্ আলম কবির), সাপ্তাহিক তুফান (প্রকাশক- আব্দুল হালিম আনছারী), সাপ্তাহিক কাউনিয়া (প্রকাশক- শাহ্ মোব্বাসারুল ইসলাম) ও সাপ্তাহিক সমর্থন (প্রকাশক- দেবাশীষ দাস)।
রংপুর জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা সূত্র জানিয়েছে, ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন-১৯৭৩’ অনুসারে নিষিদ্ধ পত্রিকাগুলো তিন মাস বা তার অধিক সময় ধরে প্রকাশিত হয়নি।
এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশক পত্রিকার প্রকাশনা অব্যাহত না রাখার কারণ জানাতে ব্যর্থ হয়েছে। এ কারণে আইনের ৯ ধারার (৩-ক) উপ-ধারার বিধান মোতাবেক আটটি পত্রিকার ঘোষণাপত্র বাতিল করে পরবর্তী মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আসিব আহসান জানান, পত্রিকাগুলোর নিয়মিত প্রকাশিত হতো না। এর কারণ দর্শাতে নোটিশ করা হয়। দৈনিক গণআলো ও দৈনিক নতুন স্বপ্নসহ চারটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশকের জবাব সন্তোষজনক হয়নি। এছাড়া দৈনিক বাহের সংবাদ ও দৈনিক রংপুর চিত্রের প্রকাশকদের কাছ থেকে কোনো জবাব মেলেনি। এ কারণে আইন অনুযায়ী আটটি পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ