1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে সেচ্ছাসেবক দলের এক কর্মি নিহত মুন্সীগঞ্জে শিশু তকির হত্যা: ৫ জনের যাবজ্জীবন দিলেন আদালত গলাচিপায় ভিপি নূরের গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল রাজশাহীতে খরচ বেড়েছে আলু চাষে লক্ষ্যমাত্রা পুরুণে শঙ্কা পঞ্চগড়ে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসুচি অনুৃষ্ঠিত তানোরের খাদ্যগুদামে নানা অনিয়মের অভিযোগ রংপুরে বিভাগীয়  বৃক্ষমেলার সমাপনী বাংলাদেশ জাসদ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গজারিয়া ৪২ মামলার আসামী প্রতিপক্ষের  গুলিতে নিহত বাবলার মরদেহ জানাযা ছাড়াই মাটি চাপা আটপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনী পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রূপা নন্দী

তানোরে সরকারি জায়গায় মার্কেট নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৫৯ ০৫ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে সরকারি জায়গা জবরদখল করে অবৈধ স্থাপনা;(মার্কেট) নির্মাণের অভিযোগ উঠেছে। তানোর পৌর এলাকার তালন্দ বাজারে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, তানোর পৌরসভার সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সরদার জাহাঙ্গীর আর্থিক সুবিধার বিনিময়ে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণে নকশার অনুমোদন দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চাঁপাক্ষোভ বিরাজ করলেও, প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছে না। 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  ব্যবসায়ী জানান, ওই জায়গার কিছু অংশ খাস ছিল। যে কারণে তারা সেখানে বনিক সমিতির কার্যালয় করতে পারেননি। কিন্তু গত কদিন ধরে ডিস কামাল ওই জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছে। এখন শোনা যাচ্ছে পৈত্রিক  মালিকের কাছ থেকে জায়গা কিনে কামাল পাকা ঘর করছেন। গত ৫ আগস্টের পর পৌরসভা থেকে ঘর নির্মাণ নকশার অনুমোদন দেয়া হয়েছে এটা কিভাবে সম্ভব হয় বুঝে আসে না। তারা অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। 
সুত্র জানায়, ১৬৬৩ (৪০) নম্বর স্মারকে বিগত ২০২৩ সালে সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম স্বাক্ষরিত আদেশে সড়কের ১০ মিটারের মধ্যে যে কোন স্থায়ী অস্থায়ী অবকাঠামো ও ভবনের প্ল্যান অনুমোদন না দেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ করা হয়।এআদেশটি তানোর পৌরসভাকেও দেয়া হয়। কিন্তু সেই আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পৌর কর্তৃপক্ষ প্ল্যান পাশ করেছেন।
এবিষয়ে জানতে চাইলে ডিস কামাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি জায়গাটি কিনে পৌরসভা থেকে প্ল্যান পাশ করে সে অনুযায়ী মার্কেট ঘর নির্মাণ করছেন। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তানোর পৌরসভার সহকারী প্রকৌশলী (অতিঃদায়িত্ব) সরদার জাহাঙ্গীর আলম মুঠোফোনে কল গ্রহণ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ