কলংকিত দেশ
……………………………………..
কথা ও সুর-স্বাধীন বাবু
ওরা ইতিহাস বদলে ফেলে
দেশটা টাকে আজ করেছে কলংকিত
কিছু দিন পর বলবে মাগো-
তুমিও আমায় গর্ভে ধরোনি তো।।
আমি এসেছি উড়ে
বাংলায় ফিরে
গায়ে পতাকা করেছি আবৃত..
ওরা ইতিহাস বদলে ফেলে
দেশটাকে আজ করছে কলংকিত…
এই সত্য উচ্চরণে
হতে হবে গ্রেফতার
নির্যাতিত হলেও আমি করবো
অহংকার।।
জেলে যদি আমায় ঢুকায় মাগো
করিও দুয়ার তুমি এসে অলংকৃত..
ওরা ইতিহাস বদলে ফেলে
দেশটাকে আজ
করেছে কলংকিত…