1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন তারুণ্য উৎসবে পঞ্চগড়ে গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ  দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন রংপুর রেঞ্জের ও পুলিশ সুপার সহ ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ পঞ্চগড়ে জুলাই-আগস্টে বিপ্লবের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও ম্মারকলিপি প্রদান পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ২০২৫ পঞ্চগড়ে চিকিৎসক পদায়ন সহ ৯ দফা দাবিতে অনশনে. ডিসির আশ্বাসে অনশন প্রত্যাহার।

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরােধ, বিক্ষোভ অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিলাে কর্তৃপক্ষ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৯৭ ০৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতাঃ মুল্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে বিক্ষোভের মুখে অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিয়েছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল কর্তৃপক্ষ।বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে উপজেলার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেএমআই ইন্ডাস্ট্রিয়ালপার্কের সামনে শতশত শ্রমিক অবস্থান নিয়ে তাঁরা ২১দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেন।

বেলা সোেয়া ১১টার দিকে বিক্ষোভকারী শ্রমিকদের দাবি দাওয়ার ব্যাপারে আলােচনার আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনেন পুলিশ সদস্যরা। দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকেরা কোম্পানির ভেতরে অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টা নাগাদ ২১ দফা দাবির মধ্যে ২০ দফা মেনে নেয় কর্তৃপক্ষ।আন্দোলনরত শ্রমিকরা জানান, বিভিন্ন কারণে কয়েক মাস আগে থেকে জে এমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এর মধ্যে ১০ অক্টোবর সরকারি ঘোেষণা উপক্ষা করে কারখানা খোলা রাখা হয়। ওই দিন একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
তাকে ছুটি না দিয়ে উল্টো খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ শ্রমিকদের। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার
পরও তাঁকে হাসপাতালে না নিয় মেঝেতে ফেলে রাখা হয়। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় মারা যান সেই শ্রমিক। এই ঘটনায় ক্ষুন্ধ হন শ্রমিকরা। এর পর থেকে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলন তাঁরা। সেই পরিপ্রেক্ষিতে আজ সকাল আটটার দিকে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কয়েক শ পুরুষ ও নারী শ্রমিকবিষয়টি নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কহিনুর আক্তার সংবাদকর্মীকে বলেন,সকালে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান। সেখানে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে বসেন। শ্রমিকদের অধিকাংশ দাবিদাওয়া কিছুটা এদিক-সেদিক করে মেনে নিয়েছে কোম্পানি। সব শ্রমিকের বেতন এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। শ্রমিকদের কাজে যাগ দিতে বলা হয়েছে। এরপরও কর্মরত শ্রমিকদের অন্য কোনো অভিযোগ, দাবিদাওয়া থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ