1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভোটদিয়ে আপনার রক্ত চুষে খাবে এই সুযোগ কোন এমপি,মন্ত্রী কাউকে আর দেওয়া যাবেনা-পঞ্চগড়ে সারজিস আলম সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনাবিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – ব্যারিস্টার নওশাদ জমির বিএনপিতে ‘আশ্রয়’ পাচ্ছে আওয়ামী লীগের লোকজন তেঁতুলিয়ায় এবতেদায়ী মাদ্রাসার জমি জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযোগ পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে রাস্তা তৈরী করার প্রতিবাদে বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি তান্ডব ও গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল আসন্ন নাসিক নির্বাচনে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়াইয়ের ঘোষনা দিয়েছেন লন্ডন প্রবাসী আরামবাগ সরদার বাড়ী নিবাসী জনাব মোশাররফ হক বাপ্পী পঞ্চগড় আটোয়ারী উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ আহত ২০-২২ জন ও আটক ২৫-২৮ জন

তানোরে সরকারি হাটের জায়গা দখল করে বাড়ি নির্মাণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৩ ০৫ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর সদরের মুন্ডুমালা হাটের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান,পৌর প্রকৌশলী নাজমুল ও সাবেক কাউন্সিলর আর্থিক শুবিধার বিনিময়ে বাড়ি নির্মাণ নকশার অনুমোদন দিয়েছেন। সরেজমিন অনুসন্ধান করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরএস ১৮২ দাগে দেড় শতক  জায়গার মালিক মোতাল্লেব হোসেন।কিন্ত্ত তিনি প্রায় শোয়া দুশতক জায়গার ওপর ভবন নির্মাণ করেছেন। তারা বলেন, প্রথমদিকে এখানে ভবন নির্মাণ করতে পারেনি মোতাল্লেব। কিন্তু সাবেক কাউন্সিলর ও প্রকৌশলী নাজমুল আর্থিক সুবিধার বিনিময়ে বাড়ি নির্মাণ নকশার অনুমোদন দিয়েছে।এবিষয়ে সাবেক কাউন্সিলর আতিক জানান, আমাৃর জানা মতে হাটের জায়গা নাই,  আমিও এখন দায়িত্বে নাই।
এবিষয়ে মোতাল্লেব জানান, হাটের জায়গায় কি পৌরসভা প্লান পাশ করে দিবে। আপনার জায়গা দেড় শতক ভবন নির্মাণ হয়েছে দুই শতাংশের বেশি জায়গায় জানতে চাইলে তিনি জানান সামনের কিছু অংশ পড়েছিল ভেঙে ফেলা হয়েছে।
এবিষয়ে পৌরসভার সার্ভেয়ার রাজু জানান, সামনের সিড়িসহ উপরের অংশ হাটের জায়গায় পড়েছে। তিনি বলেন, মোতালেবকে উচ্ছেদ করতে বলা হলেও তিনি করেননি। তবে পুনরায় মাপজোক করে হাটের জায়গা দখল মুক্ত করা হবে। এবিষয়ে  সহকারী প্রকৌশলী নাজমুল জানান, হাটের জায়গায় ভবন নির্মাণ হয়নি। সামনের সিড়িসহ ওই ভবনের কিছু অংশ হাটের জায়গায়। দেড় শতক জায়গায় এমন বিশাল ভবন কিভাবে হয় জানতে চাইলে তিনি জানান, আমার জানা মতে এমন হওয়ার কথা না। এবিষয়ে মুন্ডুমালা ভুমি অফিসের কর্মকর্তা ইকবাল কাশেম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ভবন দেখে মালিককে কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে। কাগজপত্র দেখে যদি হাটের জায়গায় ভবন নির্মাণ করা হয় সে বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হবে। কর্তৃপক্ষ যেভাবে ব্যবস্থা নিতে বলবেন সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দেড় শতক জায়গার উপরে ভবন নির্মাণ হয়নি, বেশি জায়গায় হয়েছে বলে মনে হয়েছে আমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ